বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৩

এইটাই কি ভালবাসা ?


আমি বাচ্চা একটা পুলা,নিতান্তই ভালবাসা বুঝার মত বয়স আমার হয় নাই।
ভালবাসা বুঝার জন্য বয়স কত হওয়া লাগে?

আজ আমার একটা বান্ধবি আমাকে ছেড়ে  চলে গেছে ,যাওয়ার আগের সময়টা পর্যন্ত সে আমার বাসাই ছিল।
নিয়ম অনুসারে তার মনটা খারাপ ছিল,আর আমি আর ৮/১০ দিনের মত  আজ ও তার সাথে অনেক দুষ্টামি করলাম ।
বাসা থেকে বের হওয়ার আগে ভাবনা আমাকে বলল "can i hug u?" ♥
আমি তারে জড়াইয়া ধরলাম,ভাবনা বলল "তোর কি মন খারাপ হচ্ছে ,আমার জন্য?"
-না । 
বাসার দরজা খুলে সিড়ি দিয়ে খুব আস্তে আস্তে দুইজন নিচে নামলাম।
গেট খুলে দিয়ে বললাম, "যা পরে দেখা হবে ।।"
ভাবনাঃ কোন সময় দেখা হবে?
আমিঃ হবে কোন একদিন। যা যা সন্ধ্যা হইছে বাসাই যা।
ভাবনাঃ আমার যেতে ইচ্ছা করছেনা।
আমিঃতাইকে কি করবি ?
আমার কথা  শেষ হবার আগেই ভাবনা আবার ঝাপিয়ে পড়ল আমার উপর।
একটু পরেই বুঝতে পারলাম ও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে ।
অনেকটা সময় পর্যন্ত এভাবেই দাড়িয়ে ছিলাম সিড়ির নিচের খুপড়ি জায়গাটাই , আমি তার গালের উপরের কাজল মিশ্রিত পানি মুছে দিয়ে বললাম "ভাল থাকিস । "
ভাবনা চোখ মুছতে মুছতে চলে গেল ।

আচ্ছা তখন তো আমি একফোটাও কাঁদিনি ,মন ও খারাপ হয়নি।
বরং মনে হচ্ছিল এইটাইত নিয়ম । চলে যাওয়াটাই স্বাভাবিক ।
কিন্তু এখন আমি আমার অন্ধকার রুম থেকে বাহিরে বের হতে পারছি না ,কেননা আমি চায় না আমার শুকনা মুখ আর ফুলে উঠা চোখ অন্যকেউ দেখে ফেলুক :( । 

এইটাই কি ভালবাসা ? 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন